মহেশ-কীর্তির ‘অশ্লীল’ দৃশ্য নিয়ে যা বললেন পরিচালক
দ্য রিপোর্ট ডেস্ক: গত ১২ মে মুক্তি পায় ‘সরকারু বারি পাতা’ ছবিটি। মহেশ বাবু ও কৃতি সুরেশ অভিনীত ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
পরশুরাম পরিচালিত ছবির একটি দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। ছবির দ্বিতীয়াংশে দৃশ্যটি রয়েছে। দৃশ্যটিতে দেখা যায়, মহেশ বাবু কীর্তি সুরেশকে তার পাশে ঘুমাতে বলেন। এরপর কীর্তিকে তার পা মহেশের পায়ের ওপর রাখতে বলেন।
আর দুজনের এই দৃশ্যকে ‘অশ্লীল’ বলে মন্তব্য করছেন সমালোচকরা। এ ছাড়া আরও কিছু দৃশ্যেও সীমা অতিক্রম করার অভিযোগ উঠেছে।
সমালোচনার মুখে পরিচালক পরশুরাম বলেন, সমালোচকরা বলছেন ছবির কিছু দৃশ্যে সীমা অতিক্রম করেছি। আমার নির্দেশিত ‘সরকারু বারি পাতা’ ছবিতে কোনো অশ্লীলতা নেই। মহেশ বাবু যদি অশ্লীলতার কোনো কিছু অনুভব করতেন তবে এটি করার জন্য তিনি অনুমতি দিতেন না। সন্তান যেমন তার মায়ের পাশে ঘুমায়—এই দৃশ্য অনেকটা তেমন, এখানে যৌনতার কিছু নেই।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ মে, ২০২২)