আবারও বেড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ছেলের জামিনের মেয়াদ
দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তাঁর ছেলে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হামজা শরিফের জামিনের মেয়াদ আবারও বেড়েছে। শনিবার লাহোরের একটি বিশেষ আদালত ১ হাজার ৬০০ কোটি রুপি অর্থ পাচার মামলায় তাঁদের ২৮ মে পর্যন্ত জামিন দেন। স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভির খবর এটি।
তবে বিশেষ আদালত (সেন্ট্রাল-১) বিচারক ইজাজ হাসান আওয়ান সুলেমান শাহবাজ, তাহির নাকভি, মালিক মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ম্যাজিস্ট্রেট আদালত ইতিমধ্যে এই তিনজনকে পলাতক ঘোষণা করেছেন বলে জানান তিনি। এ ছাড়া ২৮ মে পর্যন্ত আদালত মুলতবি করেন বিচারক ইজাজ হাসান।
ম্যাজিস্ট্রেট আদালত ইতিমধ্যে পলাতক ঘোষণা করেছেন জানিয়ে সুলেমান শাহবাজ, তাহির নাকভি, মালিক মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ আদালতের (সেন্ট্রাল-১) বিচারক ইজাজ হাসান আওয়ান। এ ছাড়া ২৮ মে পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন তিনি।
শুনানির সময় বিচারক ইজাজ হাসান অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নিরাপত্তার কারণে এদিন আদালতে আসা অন্যদের ভোগান্তিতে পড়তে হয়। এ অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, তাঁর নিরাপত্তার কারণে অন্যদের না আটকাতে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সময় আদালতকে বলেন, ‘আমি আদালতের মর্যাদা বজায় রাখতে এবং দেশের আইন মেনে চলার জন্য আদালতে হাজির হয়েছি।’
বিশেষ আদালতের (সেন্ট্রাল-১) বিচারক সহকারী পুলিশ সুপার (ডিএসপি) ও স্টেশন হাউস অফিসারকে (এসএইচও) সমন জারি করলেও তাঁরা হাজির হননি। বিচারক ইজাজ হাসান আওয়ান এ বিষয়ে বলেন, পুলিশ আদালতের নির্দেশ মেনে চলছে না।
( দ্য রিপোর্ট/টিআইএম/২২ মে,২০২২)