বুস্টার টিকা নিলেন ১ কোটি ৪৩ লাখ মানুষ
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নিলেন প্রায় এক কোটি ৪৩ লাখ মানুষ। রোববার (২২ মে) সারা দেশে একদিনে বুস্টার ডোজ নিলেন এক লাখ ২৮ হাজার ৮২২ জন।
এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশে টিকার বুস্টার ডোজ নিয়েছেন এক কোটি ৪২ লাখ ৯৭ হাজার ৭৭৪ জন। প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭০১ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭৪ জন মানুষ।
অধিদপ্তরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রোববার) সারা দেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে এক লাখ ২৮ হাজার ৮২২ জনকে। প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ হাজার ৫৬৯ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১ হাজার ৬৪ জনকে।
এসব টিকার মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, সিনোফার্ম, ফাইজারের টিকা।
১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে এক কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫০১ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ১৫ হাজার ১২৬ জনকে।
জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে ২ লাখ ২৪ হাজার ৪৪৫ জন ভাসমান মানুষকে।
টিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক ডা. মিজানুর রহমান।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ মে, ২০২২)