ধানমন্ডিতে মেরী স্টোপসের মেডিসিন শপের উদ্বোধন
পশ্চিম ধানমন্ডিতে অবস্থিত মেরী স্টোপস প্রিমিয়াম হাসপাতালের সাথে আরো একটি ফার্মেসীর উদ্বোধন করা হয়েছে ২২ মে।
মেরী স্টোপস গত তিন দশক ধরে দেশের নারীর স্বাস্থ্য সেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৮টি জেলায় ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে, এর মধ্যে ৭টি মেটারনিটি হাসপাতাল। সেবা গ্রহীতারা যাতে সঠিক তাপমাত্রায় সংরক্ষিত মানসম্মত ঔষধ পেতে পারেন সেই লক্ষ্যে গত ২ এপ্রিল মিরপুর, গাজীপুর এবং সিলেটে একযোগে ৩ টি মডেল মেডিসিন শপের (ফার্মেসি) উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ মে পশ্চিম ধানমন্ডিতে অবস্থিত মেরী স্টোপস প্রিমিয়াম হাসপাতালের সাথে আরো একটি ফার্মেসীর উদ্বোধন করা হয়েছে। ফার্মেসীটি চালু হওয়ার ফলে এই এলাকার জনগন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মানসম্পন্ন ওষুধ ও পুষ্টি খাদ্য সামগ্রী কিনতে পারবেন।
উল্লেখ্য, মেরী স্টোপস বাংলাদেশ মেরী স্টোপস ইন্টারন্যাশনাল এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বের ৩৭টি দেশে মেরী স্টোপসের ক্লিনিক এবং অন্যান্য কার্যক্রম রয়েছে । মেরী স্টোপস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিশওয়ার ইমদাদ মেডিসিন শপের উদ্বোধন করেন। সংস্থার কর্মকর্তাগণ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)