দিরিপোর্ট২৪ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। রাজধানী প্রিটোরিয়া থেকে একশ কিলোমিটার পূর্বে কোয়াগাফন্টেইন শহরের কাছে সোমবার একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

মপুমালানগা প্রদেশের নিরাপত্তা বিভাগের মুখপাত্র জোসেফ মাবুজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে মাবুজা জানান। সংকীর্ণ ও ভাঙা ওই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ রাজধানী প্রিটোরিয়ায় যাতায়াত করে। ওই সড়কে ৬৩৫টি বাস চলাচল করে। বাসগুলো প্রায়ই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে। সূত্র: এএফপি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১২, ২০১৩)