দ্য রিপোর্ট ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‌‌‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিন ছবিটির ট্রেলার প্রকাশ পায়। ফ্রান্সের স্থানীয় সময় রাত ১০টায় প্রকাশিত ১ মিনিট ৩০ সেকেন্ডের ট্রেলারে উঠে এসেছে বঙ্গবন্ধুর জীবনের এক ঝলক। ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

এদিকে ট্রেলার প্রকাশের পর দেশের অনেক দর্শক হতাশা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পর্দায় দুর্বল উপস্থাপনায় দেখে বিভিন্ন মহলে চলছে তুমুল সমালোচনা। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়ক আরিফিন শুভ।

তিনি গণমাধ্যমকে জানান, ‘শুধুমাত্র কান চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে ট্রেলারটি বানানো হয়েছে। খুব শিগগির অফিশিয়াল ট্রেলার প্রকাশ করা হবে।’

আরিফিন শুভ যোগ করেন, ‘সিনেমাটির এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কানে ট্রেলার প্রকাশের জন্য মাত্র ১৩ দিনে ট্রেলারটি বানানো হয়েছে। ভিএফএক্স-এর জন্য সময় নেওয়া হয়েছে মাত্র ১০ দিন। ফলে কিছুটা ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে।’

নায়কের ভাষ্য, ‘যেহেতু বিশাল ক্যানভাসে কাজটা হচ্ছে, তাই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে এখনও দুই মাস সময় লাগবে। ডাবিংয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলোও ঠিক হয়ে যাবে। এরই মধ্যে আমরা অফিশিয়াল ট্রেলার প্রকাশের ব্যাপারে প্রস্তুতি নেব।’

কানে ট্রেলারটি প্রশংসিত হয়েছে জানিয়ে আরিফিন শুভ বলেন, ‘ট্রেলার প্রকাশের দিন দেশি-বিদেশি অনেকেই উপস্থিত ছিলেন। তারা সবাই-ই বেশ প্রশংসা করেছেন। তাদের অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বঙ্গবন্ধু সম্পর্কে জেনেছেন।’

এদিকে দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, ‘মানুষ এখনও পুরো সিনেমা দেখেনি। শুধু ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করা ঠিক না। সমালোচনা করাও ঠিক না। আপনি শুধু ট্রেলার নিয়েই মন্তব্য করতে পারেন।’

নির্মাতা জানান, ‘তারা (সমালোচকরা) কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভালো ছিল। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের দূত উপস্থিত ছিলেন। কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে, তা আমি জানতে চাই।’

দীর্ঘ এক যুগ পর ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর মাধ্যমে ফিচার ফিল্ম নিয়ে ফিরলেন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। তবে ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে সিনেমা বানানোর অভিজ্ঞতা নির্মাতার এবারই প্রথম নয়। এর আগেই তিনি মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও সত্যজিৎ রায়কে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন।

বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত আলোচিত এই সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, রিয়াজ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ। আগামী সেপ্টেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ মে, ২০২২)