শুটিং করতে গিয়ে গাড়ি নদীতে, আহত সামান্থা-বিজয়
দ্য রিপোর্ট ডেস্ক: শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সামান্থা রুথ প্রভু ও বিজর দেবরকোন্ডা। কাশ্মীরের পহেলগাঁওতে ‘খুশি’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার সময় এই দুর্ঘটনা ঘটে। শুটিং টিমের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছেন হিন্দুস্তান টাইমস।
শুটিং টিমের এক সদস্য সংবাদমাধ্যমটিকে বলেন—‘সামান্থা-বিজয় কাশ্মীরের পহেলগাঁওতে অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। দৃশ্যটি খুবই কঠিন ছিল। লিডার নদীর দু’পাশে বাঁধা রশির ওপর দিয়ে সামান্থা-বিজয় গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি নদীর গভীর জলে পড়ে যায়। এতে বিজয়-সামান্থা পিঠে আঘাত পান।’
গত ২৩ মে ডাল লেকের পাশে সিনেমাটির শুটিং করেন সামান্থা-বিজয়। কিন্তু এ সময় তারা দুজনেই পিঠে ব্যথা অনুভব করেন। তা জানিয়ে শুটিং টিমের ওই সদস্য বলেন, ‘দ্রুত তাদেরকে কাছের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়, একজন ফিজিওথেরাপিস্টকে ডাকা হয়।’
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুটিং করেছেন বিজয়-সামান্থা। কাউকে শুটিং এড়িয়াতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। শুটিং শেষ করে গতকাল বিকালে কাশ্মীর থেকে রওনা দেয় শুটিং ইউনিট।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ মে, ২০২২)