দ্য রিপোর্ট ডেস্ক: দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে প্রায় ১৫ বছর একচেটিয়া আধিপত্য বজায় রেখেছেন রুপালি পর্দায়। প্রযোজক-পরিচালকদের পছন্দের শীর্ষে থাকা এই নায়ক অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। তার ক্যারিয়ারের এই সাফল্যের পেছনে যাদের অবদান তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সুপারস্টার।

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি এক স্ট্যাটাসে লিখেছেন: ‘শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে।প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলো খুব বেশি সাফল্য পায়নি। তারপরও হাল ছাড়িনি।ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।’

শাকিব খান অনেক কাঠখড় পুড়িয়ে আজকের অবস্থানে এসেছেন উল্লেখ করে জানিয়েছেন: ‘আমি সব সময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়তো এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।’

তাকে নিয়ে দেশের নন্দিত নির্মাতা ও শিল্পীরা কাজ করেছেন। তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে লিখেছেন শাকিব লিখেছেন: ‘অভিনয় জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছি সবাইকে ধন্যবাদ।আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এতোগুলো বছর ভালবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে।আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ, তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য।সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯মে, ২০২২)