দ্য রিপোর্ট প্রতিবেদক: গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার মাঝ রাতে জেলে অছেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে নদীতে জাল ফেলেন। ভোরে জাল তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সকাল ৭টার দিকে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাটে আনলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২শ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ২শ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি কিছুটা লাভে বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি। অনেক দিন পর এ ধরনের বড় মাছ নদীতে পাওয়া গেল। বর্তমানে নদীতে পানি কম। তাই জেলেদের জালে এ ধরনের মাছ কম ধরা পড়ছে। পদ্মা নদীর বড় মাছের চাহিদা সব সময়ই বেশি বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ মে, ২০২২)