অভিযানের খবরে বাবুবাজারে চালের দোকান বন্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: চালের অবৈধ মজুতদারি বন্ধে অভিযান চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর মঙ্গলবার রাজধানীর বাবুবাজারে পাইকারি চালের বাজারে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
এদিকে খবর পেয়ে ব্যবসায়ীরা আগেভাগেই দোকান বন্ধ করে সরে যাওয়ায় অভিযান ব্যাহত হয়েছে। পাইকারি এই বাজারে বন্ধ দোকানগুলোতে চাল মজুতের পরিমাণ যাচাই ছাড়াই ফিরে আসতে হয়েছে অভিযানকারীদের।
বাবুবাজারে মঙ্গলবার বিকেলে চালের অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযানে নামে খাদ্য মন্ত্রণালয়ের একটি দল। তবে তারা ঘটনাস্থলে এসে দেখতে পান বেশিরভাগ দোকান বন্ধ।
এর আগে ধান-চালের অবৈধ মজুতের খোঁজে মঙ্গলবার বিকেল থেকেই মাঠে নামছে বলে জানায় খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব হারুন-অর-রশিদের নেতৃত্বে অভিযানে আসা দলটি বাজারের হাতেগোনা কয়েকটি দোকানে ফুড গ্রেড লাইসেন্স, মজুত, মজুতের সক্ষমতার বিষয়গুলো যাচাই-বাছাই করার সুযোগ পান। এ সময় মেয়াদোত্তীর্ণ হওয়ায় এক ব্যবসায়ীর লাইসেন্স জব্দ করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপসচিব বলেন, ‘দুর্ভাগ্যজনক, এখানে আসার পর বেশিরভাগ দোকান বন্ধ পেয়েছি।
‘খোলা থাকা কয়েকটি দোকানে গেলেও সেখানে মালিকদের পাইনি। তাই তাদের লাইসেন্সটাও হাতে পাইনি। তাদের কিছুটা সময় দিয়েছি। আমরা সেগুলো সংগ্রহ করব।’
মন্ত্রণালয়ের ঘোষণার পর অভিযানে এসে দোকান বন্ধ পেয়ে হারুন-অর-রশিদ বলেন, ‘এখন পর্যন্ত সেরকমভাবে আমরা কিছু পাইনি। অভিযান চলবে। আজই শেষ নয়। আমরা চেক করতে থাকব।’
বাজার মনিটরিং নিয়মিত হলে চালের দাম কেন বাড়ছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি কিছু বলার জন্য অথরিটি না।’
অবৈধ মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, ‘অবৈধভাবে কেউ মজুত করতে পারবে না।’
চাল ব্যবসায়ীদের মিলারদের দায়ী করার বিষয়টি কর্মকর্তার নজর আনা হলে তিনি বলেন, ‘এ বিষয়েও মনিটরিং করা হচ্ছে। আমাদের মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিটি করে দেয়া হয়েছে, অতিরিক্ত সচিব স্যারের নেতৃত্বে। জেলা, উপজেলা পর্যায়ে আমাদের কমিটি আছে। বিভাগীয় পর্যায়ে কমিটি আছে। এই মনিটরিংটা জোরদার করা হয়েছে।’
ধান-চালের অবৈধ মজুতদারি বন্ধে খাদ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমে অবৈধ মজুদের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।
(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ মে, ২০২২)