করোনা : ২৪ ঘন্টায় মৃত্যু নেই, শনাক্ত ৩৪
দ্য রিপোর্ট প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি আর শনাক্ত হয়েছেন ৩৪ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জন।
বুধবার (১ জুন ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৩ শতাংশ।
এদিন সুস্থ হয়েছেন ৩৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৩ হাজার ১১৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৩৫৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৩৮০টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ২৭ হাজার ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৩ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত ১৩ দশমিক ৮৩ শতাংশ।
শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১ জুন, ২০২২)