আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
দ্য রিপোর্ট ডেস্ক: লটারিতে ভাগ্য খুলেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এক বাংলাদেশির। শুক্রবার (৩ জুন) সেখানে এক লটারির ড্রতে তিনি জিতেছেন ২ কোটি দিরহাম বা ৪৮ কোটি ৫০ লাখ টাকা। সূত্র: খালিজ টাইমস
জানা গেছে, আরিফ খান (৩৬) নামে ওই যুবক বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। চার বছর ধরে তিনি আমিরাতের শারজাহ শহরে ব্যবসা করছেন। সেখানে তার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে।
আরিফ বলেন, ‘গত ২৭ মে জীবনে প্রথমবারের মতো ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যাফেল ড্রয়ের টিকিটি কিনি। এর আগে, আমি কখনো কোনো লটারির টিকিট কিনিনি। আমি শুধু আমার ভাগ্য বদলানোর চেষ্টা করছিলাম।’
বিশাল এই অর্থ পুরস্কার দিয়ে ভবিষ্যতে কি করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এই অর্থ দিয়ে অভাবীদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার।
(দ্য রিপোর্ট/আরজেড/ ৪ জুন, ২০২২)