চট্টগ্রাম অফিস : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ‘দেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে বিএনপি নতুন যে তত্ত্ব দিয়েছে তাকে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলা যায় না। এর মাধ্যমে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।’

বন্দর এলাকায় মৌলভী আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে শুক্রবার সকালে তিনি এ সব কথা বলেন।

রেলপথমন্ত্রী মো. মজিবুল হক, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, ডা. এম আর খান এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আয়োজিত চিকিৎসা ক্যাম্পে সপ্তাহব্যাপী ঠোঁটকাটা, তালুকাটা ও মুখমণ্ডলের টিউমার আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/আরকে/মার্চ ২৮, ২০১৪)