চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের দামপাড়ায় একটি ভবনের মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইকবাল ও বেলাল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- আরিফুর রহমান (৩০), পলি আক্তার (২২), তাহমিনা রহমান (২৩), রণি (১৮) ও লিজা (১৯)।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার ডিউটি অফিসার কাইসার হামিদ জানান, শুক্রবার জুমার নামাজের আগে দামপাড়া ১ নম্বর গলিতে রাশেদ-মঞ্জুর বিল্ডিং এর মালিকানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে দুইজনকে আটক করে। এ ভবন নিয়ে আদালতে মামলা চলছে বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এসবি/আরকে/মার্চ ২৮, ২০১৪)