শনিবার মধ্যরাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩২ জনের। এ ঘটনায় আহত হয়েছেন ৪৫০ জন। রোববার (৫ জুন) সকাল সাড়ে ১১টা পর্যন্ত পাওয়া গেছে এমন তথ্য। সময় যত গড়াচ্ছে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা।

এমন পরিস্থিতিতে চট্টগ্রামের সামাজিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার মাশরাফী সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।’

উল্লেখ্য, এই বিস্ফোরণের জন্য প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে, কনটেইনারে থাকা দাহ্য পদার্থ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কনটেইনারে হাইড্রোজেন পার অক্সাইড ছিল যা আগুনের তাপে বিস্ফোরিত হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৫ জুন, ২০২২)