দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩ ঘণ্টা পেড়িয়ে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। নিহতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে এবং ২১ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে শনিবার (৪ জুন) দিবাগত রাত ৮টার কিছু পর ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধসহ আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে ২১ জন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত ১৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। চিৎকার, কান্না আর আহাজারিতে ভারি পুরো হাসপাতাল। আহতদের চিকিৎসায় অনেক রক্তের প্রয়োজন। দগ্ধদের সহায়তায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

(দ্য রিপোর্ট/আরজেড/ ৬ জুন, ২০২২)