ডিপজলের ছেলের গায়ে হলুদ, নাচ-গানে মাতোয়ারা অতিথিরা
দ্য রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলে শাদমান মনোয়ার অমি। রবিবার (৫ জুন) সাভারে লাজ পল্লীতে পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়ে তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। বর-কনের পরিবারের সদস্যদের উপস্থিতিতে নাচ, গানে মাতোয়ারা বিয়ের অতিথিরা।
জানা গেছে, আগামী ৮ জুন মিরপুরে বিয়ে হবে অমির। কনের নাম কাজী তাসফিয়া।
মনোয়ার হোসেন ডিপজল একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমার বড় ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে আজ। সবাই দোয়া করবেন যেন সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়।’
জানা গেছে, আগামী ৮ জুন মিরপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর আগামী ১০ জুন বসুন্ধরা কনভেনশন সেন্টার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
মনোয়ার হোসেন ডিপজলের তিন ছেলে ও এক মেয়ে। এর আগে ২০১৮ সালের জুনে মেয়ে ওলিজা মনোয়ারের বিয়ে দিয়েছেন এই অভিনেতা। এবার ঘরে আসছে প্রথম পুত্রবধূ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ৭ জুন, ২০২২)