দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়েছিল ইউক্রেনের সেনারা। শহর থেকে চলে গেলেও সেখানে মাঝে মাঝে মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

আজ বুধবার স্থানীয় সময় মধ্যরাতে খারকিভের একটি সুপার মার্কেটে মিসাইল হামলা চালানো হয়। এ হামলায় কেউ নিহত না হলেও সুপার মার্কেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরের দিন সকালে ধ্বংসস্তুপ পরিস্কার করতে সেখানে যান ওলেনা মাইকোলাইভনা নামে একজন নারী।

তিনি জানান তিনি এখন অনেক ভয়ার্ত ও শঙ্কিত। তার আশঙ্কা রাশিয়া আবার খারকিভে হামলা শুরু করবে।

এ ব্যাপারে ওলেনা মাইকোলাইভনা বলেন, গত কয়েকদিন ধরে শান্ত থাকার পর যারা খারকিভ ছেড়ে চলে গিয়েছিলেন তারা ফেরা শুরু করেছেন। কিন্তু এই স্থানটি এখনো অনেক ঝুঁকিপূর্ণ। আমি শঙ্কিত রাশিয়া আবারো এরকম হামলা শুরু করতে পারে।

খারকিভ শহরটি রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। খারকিভ দখল করতে শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। কিন্তু ইউক্রেনের প্রচণ্ড প্রতিরোধের মুখে সেখান থেকে চলে যেতে বাধ্য হয় তারা। এরপর প্রায় দুই সপ্তাহ শান্ত ছিল খারকিভ।

বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া এখনো খারকিভ দখলের আশা ছেড়ে দেয়নি।

সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ জুন, ২০২২)