তালিকাভুক্ত কোম্পানির কর হার কমছে
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির কর হার সাড়ে ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বক্তব্যে এই প্রস্তুাব করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এবার প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে করপোরেট কর হার আরও কমানোর প্রস্তাব করেছেন। উন্নত বিশ্বের কাতারে পৌঁছানোর লক্ষ্যে বেসরকারি বিনিয়োগ ও জিডিপি অনুপাতের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়াসে প্রস্তাবিত এ বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির কর হার ৩০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২৭ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে এক ব্যক্তি কোম্পানি প্রতিষ্ঠায় উৎসাহিত করতে এক ব্যক্তি কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ২২ শতাংশ করা হয়েছে।
পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কোম্পানির কর হার সাড়ে ২২ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
তবে আইপিওর মাধ্যমে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা তার কম শেয়ার হস্তান্তর হলে কর হার সাড়ে ২২ শতাংশই থাকবে। এমনকি শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর হার বেড়ে ২৫ শতাংশ হবে।
এছাড়া, তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার আগের মতোই সাড়ে ৩৭ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে। অতালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হারেও পরিবর্তন আনা হয়নি। আগের মতো এসব প্রতিষ্ঠানকে ৪০ শতাংশ কর দেওয়ার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। মার্চেন্ট ব্যাংকের কর হারও অপরিবর্তিত রেখে সাড়ে ৩৭ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
(দ্য রিপোর্ট/মাহা/ ০৯ জুন, ২০২২)