দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করতে বৈঠকে বসছেন চিকিৎসকরা। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় বৈঠক বসবেন তারা।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভোরের দিকে খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া সিসিইউতে আছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসবেন। এরপর দলীয় চেয়ারপারসনের পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ম্যাডাম এখন স্থিতিশীল আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর, বিশেষ করে এনজিওগ্রাম করার পর জানা যাবে তার সমস্যা কী ধরনের। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন আমাদের নেত্রী।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল বিকেল থেকে হার্টের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা আশাবাদী, আগের মতোই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তিনি।

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ছাড়া হাসপাতালে আসেন ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, চেয়ারপারসনের একান্ত সহকারী এ বি এম আব্দুস সাত্তার, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান, খালেদার ভাইপো অভিক ইস্কান্দার এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১১ জুন, ২০২২)