হতাশ বিনিয়োগকারীরা,সপ্তাহের প্রথম কর্মদিবসে মন্দা মার্কেটে
মাহি হাসান,দ্য রিপোর্ট : প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার সংশ্লিষ্টরা সম্পূর্ণ হতাশ বলে মনে করেন পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ। মার্কেটের জন্য এই বাজেটকে হতাশাজনক আখ্যায়িত করেন তিনি। তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানির ট্যাক্সের পার্থক্য আরো কমা উচিত বলে মনে করেন অধ্যাপক আবু আহমেদ।
এদিকে বাজেট ঘোষণার পরে প্রথম কার্যদিবসে (রোববার) দেশের শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে । অধ্যাপক আবু আহমেদ বলেন বাজেটে প্রত্যাশা পুরণ না হওয়ায় মার্কেটের দরপতন হয়েছে বলে তার ধারণা।
রাজধানীর মতিঝিলে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ ঘুরে কথা হয় বিনিয়োগকারীদের সাথে। বিনিয়োগকারীদের বলেনবাজেটে তাদের প্রত্যাশা ছিলো বেশ। কিন্তু প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ হয়নি । আর একারণে বাজারে সেল প্রেসার ছিলো। ফলে দরপতন হয়েছে।বিনিয়োগকারীদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল, কালো টাকা নামে পরিচিতি পাওয়া অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া হবে। কিন্তু সেটি হয়নি। পুজিবাজারে লভ্যাংশের ওপর থেকে দ্বৈত করও প্রত্যাহার হয়নি। পাশাপাশি ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার আগের মতোই ৩৭.৫ শতাংশ রাখা হয়েছে।
আজকে বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৬৪৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১৪০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মাঝেদরপতন হয়েছে ৩০৬ কোম্পানির।দর বেড়েছে ৫৩ কোম্পানির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ৬৩৬ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৫৮ কোটি ২৬ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩২৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে ১৮৮৯১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২২ পয়েন্ট কমে ১৩৬১৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ৩০১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/ মা হা/ ১২ জুন,২০২২)