চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু অফিসে শুক্রবার দিনেদুপুরে চুরি সংঘটিত হয়েছে। চোরের দল মূল্যবান কাগজপত্র ছাড়াও চারটি কম্পিউটার নিয়ে গেছে। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৈনিক সাঙ্গুর যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম মাসুদ জানান, জুমার নামাজের ফাঁকে সংঘবদ্ধ চোরের দল মোমিন রোড়ের দৈনিক সাঙ্গু অফিসের গ্রিল ভেঙে মূল্যবান কাগজপত্র এবং চারটি কম্পিউটার নিয়ে গেছে।

ঘটনার পর পর পত্রিকা অফিস পরিদর্শন করেছে কেতোয়ালি থানার এসআই জহিরের নেতৃত্বে একদল পুলিশ।

পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/আরকে/মার্চ ২৮, ২০১৪)