দ্য রিপোর্ট ডেস্ক: মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। প্রথমবারের মতো ডলারের মান সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ভারতীয় মুদ্রার মান দাঁড়িয়েছে ৭৮ রুপি।

এনডিটিভি জানায়, মার্কিন মুদ্রাস্ফীতি চার দশকে সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পর ‘আরও শক্তিশালী’ ফেডারেল রিজার্ভের প্রত্যাশা রুপির ওপর চাপ সৃষ্টি করেছে, যা মার্চ থেকে বারবার নিম্নমুখী হয়েছে। তখন এটি প্রথমবারের মতো ডলার প্রতি ৭৭ ছুঁয়েছিল।

সোমবার প্রাথমিক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে রুপি ৩৬ পয়সা কমে রেকর্ড ৭৮.২৯-এ নেমে এসেছে।

ফরেক্স ব্যবসায়ীরা বলেছেন, দুর্বল এশিয়ান মুদ্রা, অভ্যন্তরীণ ইক্যুইটির দুর্বল প্রবণতা এবং ক্রমাগত বিদেশি পুঁজির বহিঃপ্রবাহ বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করেছে।

আগের সেশনে মার্কিন মুদ্রাস্ফীতি চার দশকের মধ্যে সর্বোচ্চ হওয়ার ডলারের বিপরীতে রুপি তার আগের সর্বকালের সর্বনিম্ন ৭৭.৯৩-এ নেমে গিয়েছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ জুন, ২০২২)