‘অশ্লীল ভঙ্গিমায়’ মীরের নাচ, গ্রহণ করেননি নেটিজেনরা
দ্য রিপোর্ট ডেস্ক: মীর আফসার আলীর দুই বাংলায় সঞ্চালক-কমেডিয়ান হিসেবে দারুণ খ্যাতি রয়েছে। কিন্তু হঠাৎ করে কাজের মধ্যে যখন একটু ফাঁকা সময় মিলল, সেই সময় কী করবেন তা হয়তো বুঝে উঠতে পারলেন তিনি। আর তাই তো মঙ্গলবার এমনই একটি ভিডিও শেয়ার করলেন মীর আফসার আলি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ভিডিওতে দেখা যায়, হোটেল রুমের খাটে দাঁড়িয়ে ‘তুমি কেন সরে আছো’ শিরোনামের গান গাইছেন মীর। আর তার সঙ্গে বিভিন্ন ভঙ্গিমায় নাচছেন তিনি। কিন্তু এ গানের সঙ্গে মীরের নাচকে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বরং ‘অশ্লীল’ ভঙ্গিমায় নেচেছেন বলে মন্তব্য করছেন তার ভক্তরা।
অধরা জাহান লিখেছেন, ছি! আপনার দীর্ঘ দিনের একটা সংগ্রামী নেইম ফ্রেম। পুরোটায় আজ এই বিছানার ওপর দিয়ে গেলো। মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা নীতি বাক্য জাস্ট ফানুস হয়ে গেলো। এক মৃত ফেইসবুকের সস্তা লাইক শেয়ার মানুষের যুগের পর যুগ ধরে অর্জিত সম্মান কোথায় নামায় তার একটি উদাহরণ হয়ে রইলেন আপনি। আমি বিশ্বাস করছি কেও আপনাকে ডেট ওভার পানি খাইয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ জুন, ২০২২)