দ্য রিপোর্ট ডেস্ক: সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে বুধবার আবারও জিজ্ঞাসবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে সম্পর্কিত মানি লন্ডারিং (অর্থপাচার) প্রতিরোধ আইনের মামলায় তাকে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্রের বরাত দিতে এনডিটিভি জানায়, কংগ্রেস নেতা ইডি কর্মকর্তাদের যত দেরি হোক আজই (মঙ্গলবারই) জিজ্ঞাসাবাদ শেষ করতে বলেছিলেন, কিন্তু সংস্থাটি তা প্রত্যাখ্যান করে এবং তাকে আবার হাজির হতে বলেছে।

দিল্লিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থাটির অফিসে দ্বিতীয় দিনেও রাহুল গান্ধীকে প্রথম দিনের মতো ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি তার জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তায় বেলা সাড়ে ১১টায় ইডি অফিসে পৌঁছেন এবং প্রায় মধ্যরাতে সেখান থেকে বেরিয়ে যান।

গতকাল হরিশ রাওয়াত ও রণদীপ সিং সুরজেওয়ালার মতো শীর্ষ কংগ্রেস নেতাদের কংগ্রেস অফিসের বাইরে থেকে আটক করা হয়েছিল। কারণ, তারা ইডি অফিসের সামনে মিছিল করার চেষ্টা করেছিলেন। এ সময় দলটির অনেক কর্মীকেও আটক করা হয়।

কংগ্রেসের নেতাকর্মীদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। কারণ, তাদের ঘেরাও করা এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। এ ছাড়া দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে বেশ কয়েকজনকে আটক করা হয়।

সূত্র জানায়, রাহুল গান্ধীকে গতকাল প্রায় ২৫টি প্রশ্ন করা হয় এবং আবারও তদন্ত সংস্থাটির কার্যালয়ে তাকে দিনব্যাপী জিজ্ঞাসাবাদ করা হবে বলে আশা করা হচ্ছে। ইডি কর্মকর্তাদের কাছে দেওয়া বিবৃতি আদালতে গ্রহণযোগ্য।

ন্যাশনাল হেরাল্ডের মালিক কংগ্রেসের ইয়াং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেডের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করা হচ্ছে। ন্যাশনাল হেরাল্ড প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)।

কংগ্রেস আবারও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়েছে এবং তদন্ত সংস্থাকে 'নির্বাচন ব্যবস্থাপনা বিভাগ' হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলেছে। দলটির দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য পাঁচ হাজারেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। কেউ বিজেপিতে যোগ দিলে তার মামলাগুলো উধাও হয়ে যায় বলেও অভিযোগ করে দলটি।

প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা দাবি করেন, সরকার রাহুল গান্ধীকে ভয় পায় এবং এ কারণেই তাকে 'টার্গেট' করা হয়েছে।

কংগ্রেসের অভিযোগ, এই জিজ্ঞাসাবাদ হলো বিজেপির 'প্রতিহিংসার রাজনীতি'। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, দলটি তদন্ত সংস্থাকে চাপ দেওয়ার চেষ্টা করছে। তাদের প্রতিবাদ গণতন্ত্রকে বাঁচানোর জন্য নয়, বরং রাহুল গান্ধীর দুই হাজার কোটি রুপির সম্পত্তি বাঁচানোর জন্য।

সূত্র : এনডিটিভি

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৫ জুন, ২০২২)