টঙ্গীতে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ : আটক ১
টঙ্গী সংবাদদাতা : ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিনমঙ্গলবার সকালে টঙ্গীতে হরতাল সমর্থকরা মিছিল বের করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে ৫৩নং ওয়ার্ড যুবদল সভাপতি সোহেলকে আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হাওলাদারের নেতৃত্বে একটি মিছিল চেরাগ আলী মার্কেট এলাকার মহাসড়কে এসে পিকেটিং শুরু করে। এতে পুলিশ বাধা দিলে পিকেটাররা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ির কাঁচ ভাঙচুর শুরু করে। পুলিশ লাঠি চার্জ করলে, শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।
এ সময় ১০-১২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫-৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। নিরাপদস্থানে আশ্রয় নিতে গিয়ে ৫-৬ জন পথচারীরা আহত হন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
(দিরিপোর্ট২৪/ওএস/এফএস/জেএম/নভেম্বর ১২, ২০১৩)