দ্য রিপোর্ট ডেস্ক: ৪৫ রানে ৬ উইকেট নেই, এমন অবস্থা ব্যাট করতে নেমেছিলেন সাকিব আল হাসান। একে তো দলের ভয়ঙ্কর দশা, তারওপর নেতৃত্বের বোঝা মাথায়। সব মিলে প্রথম সেশনেই ভরাডুবি বাংলাদেশের।

সেখান থেকে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন সাকিব। দুজনে কাটিয়ে দেন প্রথম সেশনের বাকি সময়টা। তবে বিরতি শেষে ফিরতেই মিরাজ বিদায় নেন ২ রান করে।

এরপর মোস্তাফিজুর রহমান ব্যাট করতে নেমে তিনিও ফিরেন শূন্য রানে। উইন্ডিজ পেসারদের তোপে যখন দিশেহারা বাংলাদেশ তখন সাকিব একাই টানছেন দলকে।

অনেকটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৬৫ বলে তুলে নেন অর্ধশতক। সাকিবের ফিফটির সঙ্গে বাংলাদেশ পূর্ণ করে ১০০ রান। তবে ইনিংস বেশি লম্বা করতে পারেননি টাইগার অধিনায়ক। আলজারি জোসেফের বলে কেমার রোচের হাতে ক্যাচ দিয়েছে ৫১ রানের মাথায়।

সাকিবের বিদায়ের পর খালেদ আহমেদকেও (০) ফেরান জোসেফ। তাতেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩২.৫ ওভারে ১০৩ রান তুলতেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস।

এর আগে সকালে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন মাহমুদুল হাসান (০)। কেমার রোচের বল বুঝে ওঠার আগেই ক্যাচ দেন স্লিপে থাকা বোনারের হাতে।

রোচ তার দ্বিতীয় ওভারে বোল্ড করে ফেরন নাজমুল হোসেন শান্তকে (০)। এদিকে নেতৃত্বের ভার মুক্ত মুমিনুল হকও ফিরেন খালি হাতে।

উইকেট রক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানের আউট হবার বলটা ছিল আনপ্লেয়েবল। অনেক বাইরের বল বাঁক নিয়ে প্যাডে লাগলে রিভিউ নিয়ে দেখেন এলবিডব্লিউ। প্রথম সেশনে চার ব্যাটারের বিদায় হয় রানের খাতা না খুলেই।

কিছুটা ব্যতিক্রম থাকা তামিম ইকবাল একপাশ আগলে ১৯ রান করে পূর্ণ করেন দেশের হয়ে দ্বিতীয় ব্যাটার হয়ে ৫ হাজার রান। তবে লম্বা করতে পারেননি ইনিংস। ৪৩ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন আলজারি জোসেফের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে।

সহ-অধিনায়ক লিটন দাস ব্যর্থ হয়েছেন সবশেষ সিরিজের দিকে তাকালে। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা লিটন ক্যারিবীয় দ্বীপে প্রথম ইনিংসে করেছেন ১২ রান।

উইন্ডিজের পক্ষে কেমার রোচ, জ্যেডেন সিলস, আলজারি জোসেফ ও কাইল মায়ার্স নেন সমান ২টি করে উইকেট।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ জুন, ২০২২)