বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে যুবক নিখোঁজ
দ্য রিপোর্ট প্রতিবেদক: নেত্রকোনা দুর্গাপুরের বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। নিখোঁজের ১৬ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি যুবক আক্কাস আলীর।
স্থানীয়রা বলছে, বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তাঁর সঙ্গে থাকা তিনজনসহ তিনি নিজেও বন্যার পানিতে পড়ে যান। পরে সঙ্গের তিনজন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিখোঁজ হয়ে যায় আক্কাস আলী। পরে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে খবর দেয়।
এ ঘটনার বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘শনিবার কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসবে। তারপর উদ্ধার কাজ শুরু হবে।’
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৮ জুন, ২০২২)