আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০
দ্য রিপোর্ট প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২০ জুন) সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপ-এর মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তবে গত মাসে এটি নিয়ে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে দুই গ্রুপের মধ্যে। সবশেষে আজ সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এ সময় নলাবাটা গ্রামের ১০ জন গুলিবিদ্ধ হন। একই সঙ্গে আরও দুজন টেটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায় স্বজনরা।
রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, এ ঘটনার খবরে সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ জুন, ২০২২)