সূচকের বড় পতন
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয়দিন সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
সোমবার ডিএসইতে ৮২২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭৩ কোটি ৪৮ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৯পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৫৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৮পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩১৪পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৩২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৫৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।