৬ দিন পর সচল হলো ওসমানী বিমানবন্দর
দ্য রিপোর্ট প্রতিবেদক: বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন পর সচল হলো সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
বৃহস্পতিবার ভোর থেকে বিমানবন্দরটিতে বিমান চলাচল শুরু হয়।
এই তথ্য নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘আজ থেকে ওসমানী বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় নির্বিঘ্নে বিমান চলাচল শুরু হয়েছে।’
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট যাওয়া-আসা করেছে। একটি বিমান ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছে। এ ছাড়া সিলেট-ঢাকা রুটেও একাধিক বিমান যাওয়া-আসা করেছে।
এর আগে বিমানবন্দরের রানওয়েতে বানের পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরিদর্শনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।
পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েক দিন বন্ধ থাকবে।
এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার থেকে ফ্লাইট চলাচল শুরু করার বিষয়টি জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩জুন, ২০২২)