কমছে যমুনার পানি, বন্যা পরিস্থিতির উন্নতি
দ্য রিপোর্ট প্রতিবেদক: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে থাকায় কিছুটা উন্নতি হয়েছে জেলার বন্যা পরিস্থিতি। তবে এখনো বন্যাকবলিত এলাকার বসতবাড়ি থেকে পানি না নামায় বাড়ি ফিরতে পারছে না বানভাসিরা। পানি উঠে পড়ায় বন্ধ রয়েছে ৮৫ শিক্ষাপ্রতিষ্ঠান, নষ্ট হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমির ফসল।
গত ১২ ঘন্টায় ১০ সেন্টিমিটার কমে শুক্রবার (২৪ জুন) সকালে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানিয়েছেন, দ্রুত পানি কমছে। ২ থেকে ৩ দিনের মধ্যে যমুনা নদীর পানি বিপৎসীমার নিচে চলে আসবে।
বন্যার পানি কমলেও এখনো দুর্ভোগে রয়েছে জেলার পাঁচটি উপজেলার ৫০ হাজার মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোর প্রায় ৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠে কারণে পাঠদান বন্ধ রয়েছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের প্রায় ১২ হাজার ৫০০ হেক্টর জমির আমন বীজতলা, সবজিসহ উঠতি ফসল নষ্ট হয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। বন্যাকবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্থদের মাঝে শুরু হয়েছে ত্রাণ বিতরণ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪জুন, ২০২২)