আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১১০০
দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে বুধবারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় এক হাজার ১০০ এবং আহতের সংখ্যা এক হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, এক হাজারেরও বেশি সংখ্যক আহতের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের মধ্যে এখনও বেশকিছু মানুষ আটকা পড়ে থাকায় নিহত ও আহতের সংখ্যা দিন দিন বাড়ছে।
স্থানীয় কর্মকর্তা ও পাকতিকার বাসিন্দারা জানান, ভূমিকম্পে এক হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলেন, তারা এ ঘটনায় তাদের সব সহায়-সম্পদ হারিয়েছে।
মানবিক সংস্থা ও সরকারকে অবিলম্বে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পাকতিকা প্রদেশের নিঃস্ব পরিবারগুলো।
পাকতিকার এক বাসিন্দা বলেন, ভূমিকম্পে প্রচুর হতাহত হয়েছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে।
পাকতিকা অঞ্চলে বাড়িঘর ধ্বংসের ফলে নিহতদের স্বজনরা খোলা আকাশের নিচে কঠিন দিন-রাত পার করছেন।
পাকতিকার এক বাসিন্দা টলোনিউজকে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক ভুক্তভোগী আটকা পড়ে আছেন, আমরা জানি না কত মানুষ আটকা পড়েছেন। প্রতিটি বাড়িতে ২০ জন পর্যন্ত নিহত হয়েছেন।
একজন বাসিন্দা বলেন, লোকেদের তাঁবু ও খাবার নেই, লোকেরা বাইরে বাস করছে। তাদের সবকিছু দরকার।
বুধবারের ভূমিকম্প পাকতিকা প্রদেশের গিয়ান, বারমাল এবং জিরুক জেলার মানুষের জীবনকে ব্যাহত করেছে।
সূত্র : টোলোনিউজ
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪জুন, ২০২২)