দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুলের একটি বাড়িতে বুধবার সন্ধ্যায় একটি বোমার বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বিস্ফোরণের পর বাড়িটিসহ আশাপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কীভাবে এ বোমাটির বিস্ফোরণ ঘটেছে তাত্ক্ষণিক তা জানা যায়নি।

এলাকাবাসী একজনকে রক্তাক্ত অবস্থায় ওই বাসা থেকে বেরিয়ে যেতে দেখার কথা পুলিশকে জানিয়েছে।

ঘটনার পর থেকে ওই বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গেছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৯০/বি বাসার চতুর্থ তলায় বিস্ফোরণ ঘটে।

ছয়তলা ওই ভবনের মালিক কামরুন্নাহার। তিনি পুলিশকে জানিয়েছেন, এই মাসের ১ তারিখে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি ফ্লাটটি ভাড়া নেন। তার সঙ্গে আরো দুজন থাকত। তবে তারা কী করতেন বাড়ির মালিক তা জানাতে পারেননি।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ১০, ২০১৩)