দিরিপোর্ট২৪ প্রতিবেদক : অবশেষে প্রকল্প সংখ্যা বাড়িয়ে মোট সতেরোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ৪০৫৭৯ কোটি টাকা ব্যয় হবে। এর ভেতর সরকারের নিজস্ব তহবিল থেকে ২০৯৩৭ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ১০৬৪২ কোটি টাকা দেওয়া হবে।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম।

(দিরিপোর্ট২৪/জেজে/এমএইচও/জেএম/নভেম্বর ১২, ২০১৩)