সেইন্ট লুসিয়ায় প্রথম দিনটা বাংলাদেশের হতাশার
দ্য রিপোর্ট ডেস্ক: আশানুরূপ কিছুই পায়নি বাংলাদেশ। সেইন্ট লুসিয়ায় ব্যাটে-বলে দিনটা নিজেদের করে নিলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ২৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা দিন শেষ করেছে বিনা উইকেটে ৬৭ রান তুলে।
ক্রেইগ ব্র্যাথওয়েট ৩০ (৫৫) আর জন ক্যাম্পবেল ৩২ (৪১) রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিন। বলা যায় কাল দ্বিতীয় দিনে বড় লিডের নেয়ার প্রাথমিক আভাসটা দিয়ে রাখল স্বাগতিকরা।
সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ক্যারিবীয়রা। ব্যাট করতে নেমে এদিন শুরুটা হতশ্রী না হলেও মুহূর্তেই ভেঙে যায় ওপেনিং জুটি। ক্যারিবীয় পেসা অ্যাটাকের সামনে যেন পেরে উঠছিল না মাহমুদুল হাসান জয়।
১৩তম ওভারে প্রথম ওভার করতে আসা অভিষিক্ত অ্যান্ডারসন ফিলিপ তার দ্বিতীয় বলেই জয়কে ফেরান ১০ রানের মাথায় বোল্ড করে। তামিম ইকবাল আর নাজমুল হোসেন শান্ত মিলে প্রায় শেষ করে দিচ্ছিলেন প্রথম সেশনটা। কিন্তু হতে দেননি আলজারি জোসেফ।
মধ্যাহ্ন বিরতির আগ মুহুর্তে শর্ট বলে কাবু করেন তামিমকে। ৬৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে ক্যাচ দেন জার্মেইন ব্ল্যাকউডের হাতে।
প্রথম সেশনে ২ উইকেটে ৭৭ রান তুললেও দ্বিতীয় সেশন শেষ হতে আরও ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
প্রায় আট বছর পর দলে ফেরা এনামুল হক বিজয়কে নিয়ে লম্বা জুটীর আভাস দিচ্ছিলেন শান্ত। কিন্তু জুটিটা ৩৭ রানে থামিয়ে দেন ফিলিপ। এনামুল হক বিজয়কে এলবিডব্লুর ফাঁদে ফেলে ২৩ রানে ফেরান সাজঘরে।
এরপরের ওভারেই ১০৫ রানের মাথায় শান্তকে ২৬ রানে ফেরান কাইল মায়ার্স। সাকিব আল হাসানও এদিন নিজেকে থিতু করতে পারেননি। মাত্র ৮ রানে থামেন জ্যাডেন সিলসের বলে বোল্ড হয়ে।
আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো নুরুল হাসান সোহানকে ৭ রানে বিদায় করেন জোসেফ।
দলীয় ১৩৮ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের ব্যাটে রান আসতে থাকলেও তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। মাত্র ৯ রান করে ক্যাচ তুলে দেন মায়ার্সের বলে।
একের পর এক উইকেট হারাতে থাকলেও লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। যদিও পঞ্চাশ পূর্ণ করে থাকতে পারেননি বেশিক্ষণ। ৭০ বলে ৫৩ রানের ইনিংস খেলে জোসেফের বলে তুলে দেন ক্যাচ।
দলীয় ১৯১ রানের মাথায় ৮ উইকেট হারানোর পর ৩৬ রানের মূল্যবান জুটি গড়েন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। দুজনেই খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস।
শরিফুল সাজঘরে ফেরেন ২৬ রান করে। এবাদত মাঠ ছাড়েন ২১ রানে অপরাজিত থেকে। খালেদ আহমেদের ব্যাটে আসে ১ রান।
উইন্ডিজের পক্ষে ৩ উইকেট করে নেন জ্যেডেন সিলস ও আলজারি জোসেফ। ২টি করে উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ ও কাইল মায়ার্স।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫জুন, ২০২২)