মৌসুম শেষ মেসির!
দিরিপোরর্ট২৪ ডেস্ক : বছরের শেষ দিকে এসে ইনজুরিতে পড়েছেন বার্সোলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি।পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে প্রায় ২ মাসের বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।এই হিসেবে বার্সা ও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না আর্জেন্টাইন উইঙ্গার।
গত ররিবার রিয়াল বেতিসের বিপক্ষে খেলার ২১ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ থেকে উঠে যান মেসি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির জন্য তাকে নেয়া হয় মেডিকেল টিমের কাছে। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ইনজুরির রিপোর্টের বিষয়ে জানিয়েছে বার্সা কর্তৃপক্ষকে।
এ বিষয়ে বার্সার ক্লাব ওয়েবসাইটে জানানো হয়েছে, ইনজুরি কাটিয়ে উঠতে আগামী ৬-৮ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মেসিকে। এজন্য ক্লাব ও দেশের হয়ে খেলতে পারবে না সে।পুনর্বাসনের প্রথম পর্বে মেসি থাকবেন বার্সোলোনায়। আর দ্বিতীয় পর্ব হবে বুয়েন্স এইরেসে।
যদি মেসি ইনজুরি কাটিয়ে উঠতে না পারেন তবে স্পেনের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ও দেশের হয়ে ইকুয়েডর ও বসনিয়া-হারজেগোভিনার বিপক্ষে ২টি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
মেসি ইনজুরিতে পড়লেও বার্সার জন্য সুখবর, ৩ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। একইসঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বও নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাবটি।
২৬ বছর বয়সী মেসি চলতি বছর হ্যামস্ট্রিং ইনজুরির জন্য আগেও মাঠের বাইরে ছিলেন মেসি। এর আগে সুপার কাপের প্রথম পর্বে ও সেপ্টেম্বরের শেষে খেলতে পারেননি।
(দিরিপোর্ট২৪/সিজি/এমআই/নভেম্বর ১২, ২০১৩)