মমতার বাড়িতে লোহার রড নিয়ে ঢোকে হাফিজুল
দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পাঁচিল টপকে ঢুকেছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা। জামার মধ্যে লোহার রড লুকিয়ে তার কালীঘাটের বাড়ির পাঁচিল টপকে ঢোকার কারণ খতিয়ে দেখছেন লালবাজারের পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা বেষ্টনী গলে শনিবার রাত ১টার পর পরগনার হাসনাবাদের নারায়ণগঞ্জের হাফিজুল মোল্লা তার বাড়িতে ঢোকে।
হাফিজুল মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পেছনে ৭ ঘণ্টা লুকিয়ে ছিল। রোববার শিফট পরিবর্তনের সময় নিরাপত্তাকর্মীরা দেখে ফেলে তাকে। তারা তাকে কালীঘাট থানার হাতে তুলে দেয়।
ব্যবস্থা নেয়া হয় ডিউটিতে থাকা পুলিশকর্মীদের বিরুদ্ধে। উচ্চপদস্থ পুলিশ কর্তাদেরও এ বিষয়ে কৈফিয়ত দিতে বলা হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়।
পুলিশের গাফিলতি নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার।
হাফিজুল মোল্লাকে সোমবার আলিপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
এই মামলার সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল বলেন, ‘কী উদ্দেশ্যে হাতে লোহার রড নিয়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তিনি বাড়িতে ঢুকলেন, পুলিশ হেফাজতে নিয়ে তাকে প্রশ্ন করতে হবে।’
পুলিশ জানায়, এর আগেও একবার নবান্নে ঢুকে পড়ায় পুলিশ তাকে ধরেছিল।
হাফিজুলের বাবা এ বিষয়ে বলেন, 'ছেলের মাথা খারাপ। রাত হলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আগে একবার হাসনাবাদ পুলিশের হাতে ধরা পড়েছিল । একবার নবান্নে ঢুকে পড়ায় পুলিশ ধরেছিল । এবার শুনছি, দিদির বাড়িতে ঢুকেছিল।'
মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ইন্সপেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় হাফিজুলের নামে কালীঘাট থানায় এফআইআর করেছেন। তার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় হাফিজুরের বিরুদ্ধে মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ জুলাই, ২০২২)