দ্য রিপোর্ট প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চর থেকে গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। এর আগে উপজেলার নলুয়া ইউনিয়নে চর গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন মাজেদা (৭৫)। তার নাতি মারিয়া (১১) ও মাজেদার প্রতিবেশী আলো বেগম (৭০)।

জানা গেছে, সোমবার সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা বাড়ির পাশের একটি চরে গরু আনতে যান। কিন্তু চরে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তিনজনই খালের স্রোতে ভেসে যায়। পরে একজনের মরদেহ গত সোমবার শেষ রাতে পাওয়া যায়। আর মারিয়া ও মাজেদা বেগমের মরদেহ মঙ্গলবার ভোরে পাওয়া যায়।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, খালের স্রোতে ভেসে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে এটি নিছকই একটি দুর্ঘটনা। পরিবারের লোকজন মরদেহ দাফন করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুলাই, ২০২২)