সুচকের পাশাপাশি কমেছে লেনদেন
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে সূচকের পতনের মধ্য দিয়ে বুধবার (৬ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৬৩৬৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে ১৩৮৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যেদরপতন হয়েছে ২১০ কোম্পানির, দর বেড়েছে ১১৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।
ডিএসইতে মোট ৭৪৬ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৬০ কোটি ৭৯ লাখ টাকা।
এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ২৩৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে ১৮ হাজার ৭৪৯ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৩৩ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে।
(দ্য রিপোর্ট/ ৬ জুলাই,২০২২)