ঈদে নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদের মহাসড়েকে মোটরসাইকেল চালানো যাবে না বলে ঘোষণা দেয়ার কয়েক দিনের মাথায় নৌপথেও নিষেধাজ্ঞা আসলো।
বুধবার (০৬ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ঘোষণায় নৌপথে মোটরসাইকেল বহনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের ও পরের পাঁচ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ। অর্থাৎ এই ১০ দিন নৌযান ও লঞ্চে মোটরসাইকেল বহন করা যাবে না।
এর আগে গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ৭ থেকে ১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিংও।
তিনি বলেন, ঈদের সময় মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না। এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যাবে না।
সচিব বলেন, ঈদের আগের তিন দিন, ঈদের দিন ও পরের তিন দিন কোনো যৌক্তিক কারণ ছাড়া এটা করা যাবে না। কোনো কারণে যদি যেতে হয় তাহলে পুলিশকে জানিয়ে তারপর যেতে হবে। এটা বৈঠকের রেজ্যুলেশন আকারে শিগগির বের হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৬ জুলাই, ২০২২)