গরুর নাম জায়েদ খান, যা বললেন ওমর সানী
দ্য রিপোর্ট ডেস্ক: এবারের ঈদুল আজহায় আলোচিত-সমালোচিত ব্যক্তিদের নামে কোরবানের পশুর নামকরণ একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছে। এ সব নামের মাঝে রয়েছে শাকিব খান, জায়েদ খান ও হিরো আলম।
তবে এ ধরনের নামকরণের পক্ষে নন এক সময়ের জনপ্রিয় তারকা ওমর সানী। সরাসরি কারো নাম উল্লেখ না করলেও বোঝা যায়, ঢালিউডে তার সহকর্মীদের নামে গরুর নামকরণ তার চোখে পড়েছে। বিশেষ করে জায়েদ খানের প্রসঙ্গেই জল্পনা চলছে।
নিয়ে মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে ওমর সানী লেখেন, পবিত্র কোরবানির গরুর নাম কারো নামের সঙ্গে মিলিয়ে নামকরণ ঠিক নয়। এটি ইসলামের সঙ্গে যায় না।
সঙ্গে এও বলেন, আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।
খবরে প্রকাশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া গরুর নাম রেখেছেন ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’, ওজন যথাক্রমে ৭০০ কেজি ও ৬০০ কেজি। অন্যদিকে বগুড়ায় ৯০০ কেজির একটি গরুর নাম রাখা হয়েছে ‘হিরো আলম’।
সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে জায়েদ খানের সঙ্গে বিরোধে জড়ান ওমর সানী। যা এক সময় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। এ কারণে গরুর নামকরণ বিষয়ক ফেসবুক পোস্টটি আলোচনায় এলো।
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৭ জুলাই, ২০২২)