লালমনিরহাটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন
লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট জেলার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালের কাছে পার্বতীপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম রমনাগামী যাত্রীবাহী একটি ট্রেনের ২টি বগীর ৬টি চাকা লাইনচ্যুত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্টেশন সুত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পার্বতীপুর থেকে কুড়িগ্রামের রমনাগামী যাত্রীবাহী ট্রেনটি সকাল পৌনে আটটার দিকে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালের কাছে এসে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ২টি বগিসহ ৬টি চাকা লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে লালমনিরহাট থেকে আগত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
এদিকে এ ঘটনার কারণে লালমনিরহাট ও বুড়িমারী থেকে পার্বতীপুর ও সান্তাহারগামী দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন এবং পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী যাত্রীবাহী ট্রেনসহ চারটি ট্রেন আটকা পড়ে আছে। তাই সকাল থেকে লালমনিরহাটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তিস্তা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাহবুবুর রহমান জানান, সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এটি হরতালের কারণে নয় ।এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রেনের এমন লাইনচ্যুত হওয়ার ঘটনা স্বাভাবিক। আমাদের উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছে।
(দিরিপোর্ট২৪/টিআই/এপি/জেএম/নভেম্বর ১২, ২০১৩)