‘ওয়ানডেতে আমরা কমফোর্টেবল’
দ্য রিপোর্ট ডেস্ক: টেস্ট ও টি-টোয়েন্টি হারলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
রোববার (১০ জুলাই) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। প্রথম ওয়ানডের আগে সাংবাদিকদের তামিম বলেন, ‘এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি, টি-টোয়েন্টি বা টেস্ট যেটাই বলেন। আমি আশা করছি, ওয়ানডেতে ইতিবাচক কিছু হবে, এটা এমন এক ফরম্যাট যেখানে আমরা কমফোর্টেবল। একই সঙ্গে বলতে হয়, ওয়েস্ট ইন্ডিজও খুব ভালো খেলছে। আমাদেরকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, একটা সফরে যখন ম্যাচ জিততে পারছেন না, তখন সেটা সব সময় কঠিন। সঙ্গে এটাও মনে রাখতে হবে, এটা এমন একটা ফরম্যাট যেখানে আমাদের গর্ব করার মতো অনেক কিছু আছে। আমরা এই ফরম্যাটে অনেক ভালো দল, এতে কোনো সন্দেহ নেই।’
(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২২)