দ্য রিপোর্ট প্রতিবেদক: আগে ঈদুল আজহার দিন কোরবানির পশুর তরল ও কঠিন বর্জ্য এলোমেলোভাবে  রাস্তা ও বাসা বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছিল যেন এক পরিচিত দৃশ্য। কিন্তু এবারের ঈদুল আযহায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনার চিত্র ভিন্ন। বিকাল ৬টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ ভাগ আর দক্ষিণে ৭৫ ভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।

ঢাকার দুই সিটির মিরপুর, মহাখালী, বনানী, বাড্ডা, রামপুরা, গুলিস্তান, কলাবাগান ও সাইন্সল্যাব ও আগারগাঁও এলাকার ঘুরে রাস্তাঘাট ও আবাসিক ভবনের সামনে পশুর রক্ত, গোবর, হাড়, চামড়া ও অন্যান্য অবশিষ্টাংশ পড়ে থাকার দৃশ্য তেমন চোখে ধরা পড়েনি।

এসব এলাকায় সিটি করপোরেশনের পাশাপাশি এলাকাবাসীর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখা যায়। এলাকাবাসীদের নিজ উদ্যোগে পাইপ দিয়ে পশুর রক্তর ড্রেনে ফেলতে দেখা যায়। আর পশুর বর্জ্য তারা ব্যাগ ভরে সিটি করপোরেশনের ভ্যানে তুলে দিয়েছেন।

রাজধানীর বনশ্রী এলাকায় গিয়ে দেখা যায় এলাকার লোকজন আবাসিক ভবনের সামনের জবাই করা পশুর রক্ত পানি ছিটিয়ে পরিষ্কার করছেন। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও মাঠে আছেন।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এখন পর্যন্ত মোট কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। শতভাগ সম্পন্ন হয়েছে ১১টি ওয়ার্ডে।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করছেন। দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানিয়েছেন, তারা মোট ৭৫ ভাগ বর্জ্য অপসারণ করেছেন। ১৭টি ওয়ার্ড শতভাগ কাজ শেষ করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২২)