টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
দ্য রিপোর্ট ডেস্ক: জিতলেই সিরিজ নিশ্চিতআর হারলে সিরিজে সমতায় ফিরবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এমন সমীকরণে আজ বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে।
এতে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ দলের। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের কাপ্তান তামিম ইকবাল। এ ম্যাচে প্রথম ওয়ানডেতে খেলা তাসকিন আহমেদের পরিবর্তে আজ দ্বিতীয় ম্যাচে একাদশে ফেরানো হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
এই ম্যাচ শুরুর আগের দিন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, আমরা শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব না। যেহেতু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে, দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা রিল্যাক্স করতে পারব যে সিরিজ জিতেছি, এজন্য অবশ্যই জিততে হবে ম্যাচ।
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ জুলাই, ২০২২)