দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারও ঈদুল আযহায় সুবিধা বঞ্চিতদের পাশে ছিল  ওব্যাট হেলপার্স বাংলাদেশ । এবার ৩ হাজার ৩১৪টি সুবিধাবঞ্চিত  পরিবারের মাঝে কুরবানীর পশুর মাংস বিতরণ করেছে ওব্যাট।

ঈদুল আযহার প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত এসব মাংস বিতরণ করা হয়। এরমধ্যে ময়মনসিংহ, চাঁদপুর ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় ৬১৭টি পরিবারের মাঝে কোরবানির পশুর মাংস বিতরণ করা হয়।

এছাড়া রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে ২৬৯৭ জন এতিম, বিধবা, প্রতিবন্ধীদের মাঝে মাংস বিতরণ করেছে ওব্যাট।

ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. রাজু জানান, প্রতি বছরের ন্যায় এবারো ওব্যাটের পক্ষ থেকে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। ওব্যাটের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৩ জুলাই, ২০২২)