দ্য রিপোর্ট প্রতিবেদক:ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে ছয়জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। মৃত্যুর এসব ঘটনার পাঁচটিই ঘটেছে জুলাই মাসে।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো ২০২২ সালের ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্যে কন্ট্রোল রুম মৃত্যুর এ সংখ্যা দিয়েছে।

মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬৭ জন নতুন রোগী সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬৩ জন ও ঢাকার বাইরে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছরের শুরু থেকে আজ পর্যন্ত ২ হাজার ৮১ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হন। এর মধ্যে চলতি মাসেই ভর্তি হন ৯৯২ জন। এ পর্যন্ত যে ছয়জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে জুলাই মাসেই। বাকি একজনের মৃত্যু হয়েছে জুন মাসে। অর্থাৎ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু জুলাই মাসে বেশি হয়েছে।

চিকিৎসার জন্য ভর্তি হওয়া রোগীদের বড় অংশ ঢাকার। এ পর্যন্ত ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭৭৮ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে ৩০৩ জন। ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বেশি কক্সবাজার জেলায়। এ জেলায় এই পর্যন্ত ১৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন তিনজন। কক্সবাজার জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন। বাকি ৮৭ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন।