দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ৪ আগস্ট থেকে প্রতিদিন ঢাকা থেকে কলকাতায় দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ধারাবাহিকভাবে আকাশপথে ঢাকা-কলকাতা রুটে যাত্রী চাহিদা বাড়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যায়। কলকাতা থেকে সকাল ১১টা ৩০ মিনিটে উড্ডয়ন করে দুপুর ১২টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এছাড়া সংযোজিত নতুন ফ্লাইট আগামী ৪ আগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করবে। কলকাতা থেকে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ছেড়ে রাত ৯টায় ঢাকায় অবতরণ করবে।