রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির কার্যকর বিকল্প হয়ে উঠবে যুক্তরাষ্ট্রে নতুন দল ‘ফরোয়ার্ড’
দ্য রিপোর্ট ডেস্ক:দলটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য করে আসা রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির কার্যকর বিকল্প হয়ে উঠবে বলে আশা এর প্রতিষ্ঠাতাদের।
যুক্তরাষ্ট্রের দ্বি-দলীয় পদ্ধতির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে ওঠার প্রত্যাশা নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন দল ‘ফরোয়ার্ড’।
রয়টার্স জানায়, রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির কয়েক ডজন সাবেক নেতা বুধবার জাতীয় পর্যায়ের এই রাজনৈতিক দলের ঘোষণা দেন।
তারা বলছেন, আমেরিকার অকার্যকর দ্বি-দলীয় পদ্ধতি নিয়ে লাখ লাখ ভোটারের হতাশা কাটাতেই এ নতুন দলের উদ্যোগ।
প্রাথমিকভাবে সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী অ্যান্ড্রু ইয়াং এবং নিউ জার্সির সাবেক রিপাবলিকান গভর্নর ক্রিস্টিন টড হুইটম্যান এ দলের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলটির প্রতিষ্ঠাতা সদস্যরা রয়টার্সকে বলেছেন, তাদের আশা দলটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আধিপত্য করে আসা রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির কার্যকর বিকল্প হয়ে উঠবে।